গণতন্ত্র সূচকে এইবার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ২০২৪ সালে সবচেয়ে বেশি অবনতি হয়েছে। ২০২৩ সালের তুলনায় বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়ে ১০০তম অবস্থানে পৌঁছেছে। এতে বাংলাদেশের স্কোর ৪.৪৪, যা আগের বছরের চেয়ে ১.৪৪ পয়েন্ট কম। এ অবনমনের ফলে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা এখন ‘হাইব্রিড শাসনব্যবস্থার’ থেকে ‘কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার’ দিকে অগ্রসর হওয়ার ঝুঁকিতে রয়েছে। সূচকের পাঁচটি বিষয়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম স্কোর ‘সরকারের কার্যকারিতা’ ও ‘নাগরিক স্বাধীনতায়’ এসেছে। বাংলাদেশ এখনও ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ হিসেবে চিহ্নিত, যেখানে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত এবং বিরোধী দলের ওপর সরকারের চাপ রয়েছে।
আপনার মতামত লিখুন