জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের পূর্বে সংস্কারের একটি সনদ প্রস্তুত করা জরুরি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের পূর্বে সংস্কারের একটি সনদ প্রস্তুত করা জরুরি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, জোনায়েদ সাকি, বলেছেন যে, সংস্কার এবং নির্বাচন একে অপরের বিরোধী নয়। তিনি উল্লেখ করেন যে, জনস্বার্থ বাস্তবায়নের জন্য সংস্কার অপরিহার্য, এবং এসব সংস্কার সম্পন্ন করতে নির্বাচনও প্রয়োজন। তাই, তিনি পরামর্শ দেন যে, নির্বাচনের আগেই জাতীয় ঐক্যের মাধ্যমে একটি সনদ প্রস্তুত করতে হবে, যাতে নির্বাচিত সংসদ সংস্কারের বিষয়টি নির্ধারণ করতে পারে।

আজ, বৃহস্পতিবার, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গণসংহতি আন্দোলন ছলিমাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এক গণসংলাপে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এই গণসংলাপের আয়োজন করা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে।

জোনায়েদ সাকি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে জনগণকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। যদি সংবিধান সংশোধন না করা হয়, তবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না।

তিনি জানান, জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান যা একটি জনআকাঙ্ক্ষার সৃষ্টি করেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফ্যাসিবাদবিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করেন যে, ঐক্যবিচ্ছিন্ন হলে ফ্যাসিবাদীরা সুযোগ নিতে পারে এবং জনগণের সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, শেখ হাসিনা জনগণের ভোটাধিকার এবং নাগরিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রজায় পরিণত করেছিলেন, এবং তার বিরুদ্ধে জনগণ সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। এখন মানুষের মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা রয়েছে, এবং যদি এই বন্দোবস্ত জনগণের আকাঙ্ক্ষা পূরণ না করে, তবে তারা এটি মেনে নেবে না।

এ সময় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা গণসংহতির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির সাধারণ সম্পাদক আলিমুল কবির, বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলী এবং অন্যান্য স্থানীয় নেতারা।