অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মরদেহ উদ্ধার হয়েছে তাদের নিউ মেক্সিকোর সান্তা ফের বাড়ি থেকে। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে তাদের মৃতদেহ পাওয়া যায়। তবে, তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি এবং তদন্ত চলছে।
জিন হ্যাকম্যান, যিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ এবং ‘আনফরগিভেন’-এর মতো সিনেমার জন্য বিখ্যাত, ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন, এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়া ৬৩ বছর বয়সে মারা গেছেন। তাদের কুকুরটিও মৃত অবস্থায় পাওয়া গেছে।
হ্যাকম্যান একাধিক অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটা অ্যাওয়ার্ডের জন্য খ্যাত। তার ক্যারিয়ার দীর্ঘ ছয় দশকজুড়ে বিস্তৃত, এবং তিনি হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনেতাদের মধ্যে একজন হিসেবে বিবেচিত ছিলেন।
আপনার মতামত লিখুন