শ্রম উপদেষ্টা জানিয়েছেন, বেক্সিমকো পার্কে লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠান ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
শ্রম উপদেষ্টা জানিয়েছেন, বেক্সিমকো পার্কে লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠান ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। পাশাপাশি, এসব প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের ফেব্রুয়ারি পর্যন্ত পাওনা আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি বন্ধ হওয়া প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মকর্তাদের মোট ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা অর্থ বিভাগের পরিচালন ব্যয় খাত থেকে এবং ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে ঋণ হিসেবে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলো থেকে কোন ধরনের ঋণ পাওয়া যায়নি, তবে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং আগামী ৯ মার্চ থেকে পাওনা পরিশোধ শুরু হবে।

এছাড়া, বেক্সিমকো পার্কের বন্ধ প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যত সিদ্ধান্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক লুৎফে সিদ্দিকী। শ্রম উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের এবং শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি অনুধাবন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।