নির্বাচন ভবনে প্রবেশের জন্য ৮টি নির্দেশনা

নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ রোধ করতে ৮টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার, ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালামের সই করা একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং কর্ম পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন ছাড়া যাতায়াত সীমিত ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ বন্ধ রাখতে এই নির্দেশনা কার্যকর থাকবে।
নির্দেশনাগুলো হল: ১) নির্বাচন ভবনে প্রবেশের জন্য অফিসিয়াল পরিচয়পত্র ব্যবহার করে তা গলায় ঝুলিয়ে রাখতে হবে। ২) কর্মকর্তা/কর্মচারীরা আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং ব্যাগ স্ক্যান করিয়ে প্রবেশ করবেন। ৩) প্রবেশ ও প্রস্থানকালে ডিজিটাল হাজিরা নিশ্চিত করতে ফ্ল্যাপ ব্যারিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স ব্যবহার করতে হবে। ৪) দর্শনার্থীরা তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ হয়ে ভিজিটর কার্ড নিয়ে নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করবেন। ৫) দর্শনার্থীরা নির্ধারিত তলায় যেতে পারবেন এবং প্রয়োজন শেষে ভিজিটর কার্ড ফেরত দেবেন। ৬) অফিস চলাকালে বিশেষ প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া ভবন ত্যাগ করা যাবে না। ৭) অফিস ত্যাগের আগে সকল নথিপত্র, কম্পিউটার, এসি, বৈদ্যুতিক ফ্যান, লাইট ইত্যাদি বন্ধ করে নিরাপদে সংরক্ষণ করতে হবে। ৮) দাপ্তরিক প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় ভবনে অবস্থান করা যাবে না।
আপনার মতামত লিখুন