ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্টে ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে এমএসএফ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্টে ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে এমএসএফ।

চলমান অপারেশন ডেভিল হান্টে ৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে বেশিরভাগই পূর্বের আওয়ামী লীগ সরকারের সদস্য। মানবাধিকার সংগঠন এমএসএফ তাদের ফেব্রুয়ারির মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসবাদ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার পর এই অভিযান শুরু হয়।

এমএসএফের প্রতিবেদনে জানানো হয়েছে যে, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন পুরোনো ও নতুন মামলায় মোট ২০ হাজার ৩৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, কারাগারে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন নারী বন্দীও রয়েছেন। রাজনৈতিক সহিংসতার পরিমাণ ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও, বিএনপি ও আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৩৯৩ জন আহত এবং ৩ জন নিহত হয়েছেন।