অন্যায়ভাবে দাম বাড়ালে ছাড় নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ালে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অহেতুক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে তদারকি জোরদার করতে হবে। এবারের রমজান যেন সাধারণ মানুষের জন্য স্বস্তির হয়, সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, যেসব এলাকায় সাধারণ মানুষ জুলাই আন্দোলনে জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন, সেসব স্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে পণ্য বিক্রির স্থান নির্ধারণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সারাবছর এ ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন