জাতীয় নাগরিক পার্টির ‘কিংস পার্টি’ হওয়ার সম্ভাবনা নেই: রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির ‘কিংস পার্টি’ হওয়ার সম্ভাবনা নেই: রিজওয়ানা হাসান

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘কিংস পার্টি’ হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হচ্ছে। তবে শুধুমাত্র নতুনদের নিয়ে গঠিত হলেই যে সব সমস্যার সমাধান হবে, বিষয়টি তেমন নয়। জাতিগতভাবে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক, বরং না থাকাটাই অস্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের সরাসরি রাজনীতিতে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা নেই বলেও তিনি মনে করেন। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন, যা সময়ের দাবিও বটে।

সৈয়দা রিজওয়ানা হাসান দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করা সব শক্তির প্রতি শুভকামনা জানান।