বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন: মোস্তফা সরয়ার ফারুকী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ
বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন: মোস্তফা সরয়ার ফারুকী

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বাংলা একাডেমিকে স্থবির হয়ে পড়া থেকে রক্ষা করতে তরুণ চিন্তার লালনকারীদের সম্পৃক্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বাংলা একাডেমিতে প্রবীণদের পদচারণা থাকলেও তরুণদের যথেষ্ট সংযোগ নেই, যা পরিবর্তন করা দরকার।

তিনি বলেন, বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন, যেখানে লেখক, গবেষক ও গুণীজনেরা একসঙ্গে কাজ করতে পারবেন। প্রবীণদের পাশাপাশি তরুণ লেখকদেরও যুক্ত করা জরুরি। তিনি আরও জানান, অতীতে নবীনরা বাংলা একাডেমির সঙ্গে তেমনভাবে যুক্ত হতেন না, এমনকি বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজমও আগে একাডেমির সাধারণ সদস্য ছিলেন না। তাই সংস্কার প্রতিবেদন দ্রুত মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

বইমেলা আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এমন একটি সময়ে মেলার আয়োজন করা হয়েছে যখন দেশে পুলিশের উপস্থিতি ছিল না, কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি জানান, দেশের বিরুদ্ধে সীমানার ওপার থেকে নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হলেও তা কাজে মাধ্যমে প্রতিহত করার চেষ্টা চলছে।

ফারুকী বলেন, ৫ আগস্টের পর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে স্টেকহোল্ডার হয়ে গেছে। ২০২৪ সালের অভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি সাংস্কৃতিক অভ্যুত্থানও। তাই সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশের সব সাংস্কৃতিক সংগঠনকে একত্রিত করার প্রচেষ্টা চলছে। এর অংশ হিসেবে কুষ্টিয়াকে “মিউজিক্যাল টাউন” ও পানাম নগরকে “কালচারাল টাউন” হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি বইমেলা কেন্দ্রিক সব পুরস্কার বিজয়ীদের ধন্যবাদ জানান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান এবং বইমেলার সদস্য সচিব ড. আমিন সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।