জাতীয় নাগরিক পার্টি ক্ষমতা দখলের জন্য রাজনীতি করছে না: তাসনিম জারা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, তাদের দল ক্ষমতা দখলের উদ্দেশ্যে রাজনীতিতে আসেনি বরং জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারবে, পারিবারিক পরিচয় মুখ্য হবে না।”
এসময় তিনি রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরোধিতা করেন এবং উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বাণিজ্যিক পণ্যে পরিণত হতে দিতে চায় না।
আপনার মতামত লিখুন