জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “এই ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।” শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশকে সুসংগঠিত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ।”

সারজিস আলম আরও উল্লেখ করেন, বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছোট দলগুলোর এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া, না হলে আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, “তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়ে সঠিক দায়িত্ব পালনে সচেতন হতে হবে।”

তিনি আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “দিন শেষে দেশ ও দেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে গেলে সফলতা আসবে।”