জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন

দেশে আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি), যার লক্ষ্য ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রূপরেখা তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা এবং সব নাগরিকের মৌলিক অধিকার ও সমান নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবলমাত্র একটি সরকার বদলানোর জন্য নয়, বরং জনগণের অধিকারভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণ রাষ্ট্রের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়তে চেয়েছিল, যেখানে সাধারণ মানুষই হবে ক্ষমতার একমাত্র উৎস।
তিনি আরও বলেন, সেকেন্ড রিপাবলিকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় তুলে আনার ব্যবস্থা করা হবে। জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ করে বহুত্ববাদী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করা হবে। নাগরিকদের দারিদ্র্য, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার থেকে সুরক্ষা দিতে সেকেন্ড রিপাবলিক প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান গুরুত্ব পাবে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ন্যায্যতা ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, “চলুন, আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, ন্যায় প্রতিষ্ঠা ও মানুষের অধিকারের সংগ্রামই হবে রাজনীতির মূল লক্ষ্য, আর সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার, এবং একটি নতুন বাংলাদেশ গড়ার।”
বক্তব্যের শেষ দিকে তিনি উপস্থিত সবাইকে সেকেন্ড রিপাবলিক গঠনের প্রতিজ্ঞা করছেন কি না সে প্রশ্ন রাখেন। তখন দলের নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দেন, যা তাদের আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটায়।
আপনার মতামত লিখুন