‘এক মাসের মধ্যে রোডম্যাপ প্রদান না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী পদক্ষেপ নেবে’।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যদি এক মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয়, তবে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে একটি আলোচনা সভায় এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন দেওয়ার কথা বললেও সৎ উদ্দেশ্য থাকলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এক মাসের মধ্যে রোডম্যাপ না দিলে রাজনৈতিক দলগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে। এছাড়া, তিনি গণপরিষদ নির্বাচন এবং দ্বিতীয় রিপাবলিকের বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন