ভেঙে গেছে ১২ দলের জোট।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

১২ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে জোটের প্রধান শরীক জাতীয় পার্টি (জাফর)। একই সাথে ১২ দলীয় জোট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায়, জোট থেকে বেরিয়ে গেলেও বিএনপির নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) আগামী আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে ঐক্যমত প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) শীর্ষ নেতারা, এবং তারা দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কিছু নেতার কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলস্বরূপ, জোট থেকে বেরিয়ে গিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন