ভোট কারচুপির সাথে জড়িত ইউএনওদের বিচার দাবি করেছেন জয়নুল আবদিন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ
ভোট কারচুপির সাথে জড়িত ইউএনওদের বিচার দাবি করেছেন জয়নুল আবদিন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিচার হওয়া উচিত। শনিবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানান এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিচার দাবি করেন।