রিজভী: এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রের পলিটিক্যাল ফিলোসফি পাইনি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
রিজভী: এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রের পলিটিক্যাল ফিলোসফি পাইনি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা নানা ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো রাজনৈতিক দর্শন (পলিটিক্যাল ফিলোসফি) তিনি খুঁজে পাননি। শনিবার (১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে (আইডিইবি) ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের (এনআরএফ) আয়োজনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রিজভী এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আজ দু’একজন বুদ্ধিজীবী বলেন, ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। কিন্তু তারা ভুলে গেছেন, তারা রাজনীতিতে একটি নতুন ন্যারেটিভ তৈরি করছেন। এরশাদ ও জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এটি ঠিক নয়। জিয়া একটি নতুন রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজ যারা নতুন দল গঠন করছেন, তাদের বক্তব্য শুনেছি, তারা রাষ্ট্র সম্পর্কে ভালো ভালো কথা বলেছেন, কিন্তু কোথাও রাজনৈতিক দর্শন আমি পাইনি।’

রিজভী আরও বলেন, ‘২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত যে প্রেরণায় আমরা জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি, আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদ ২ মাস অন্ধকার কুঠুরিতে ছিলেন, যেখানে দিন-রাতের কোনো পার্থক্য বোঝা যেত না। এত নির্যাতন সহ্য করা, তা কী কারণে? এটা বেগম খালেদা জিয়ার প্রেরণায় হয়েছে।’

এছাড়া আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধুরী সভাপতিত্ব করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব হাবিবউননবী খান সোহেল, প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়্যারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজেড) সভাপতি কাদের গণি চৌধুরীসহ অনেকেই।