শিকাগোতে ছয় বছরের ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বাড়িওয়ালা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
শিকাগোতে ছয় বছরের ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বাড়িওয়ালা

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ২০২৩ সালের অক্টোবরে ছয় বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান শিশু ওয়াদিয়া আল-ফায়ুমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ৭৩ বছর বয়সী জোসেফ জুবাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আদালত জানায়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।

প্রসিকিউটরদের মতে, মুসলিমবিরোধী বিদ্বেষ থেকে প্ররোচিত হয়ে জোসেফ এই হত্যাকাণ্ড ঘটান। শিশুটির মা হানান শাহীনকেও গুরুতর আহত করেন তিনি। এটি গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিম-বিদ্বেষী ঘৃণ্য অপরাধের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী জোসেফ ছিলেন নিহত শিশুটির পরিবারের বাড়িওয়ালা। শিকাগোর দক্ষিণ-পশ্চিমে প্লেইনফিল্ড টাউনশিপে অবস্থিত ওই বাড়িতে তারা দুই বছর ধরে ভাড়া থাকতেন। হামলার দিন জোসেফ ৭ ইঞ্চি দৈর্ঘ্যের সামরিক স্টাইলের ছুরি দিয়ে শিশুটিকে ২৬ বার আঘাত করেন এবং হানান শাহীনকেও একাধিকবার ছুরিকাঘাত করেন।

বিচার চলাকালীন হানান শাহীন আদালতে সাক্ষ্য দেন যে হামলার সময় তিনি জরুরি সেবা নম্বরে ফোন করে বলেছিলেন, “বাড়িওয়ালা আমাকে এবং আমার বাচ্চাকে হত্যা করছে!” তিনি আরও জানান, গাজার যুদ্ধ শুরুর পর জোসেফ তাদের সেখান থেকে চলে যেতে বলেন এবং বলেন, “এখানে মুসলিমদের থাকতে দেওয়া হবে না।”

শাহীন শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানালে জোসেফ হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন। হামলার পর তিনি বাথরুমে আশ্রয় নেন এবং রক্তে ভেসে যাওয়া ঘর দেখে আতঙ্কিত হয়ে ৯১১ নম্বরে ফোন করেন।

বিচার চলাকালীন জোসেফ কোনো বক্তব্য দেননি এবং নিজেকে নির্দোষ দাবি করে কোনো সাক্ষ্যও দেননি। তার আইনজীবী জুরিদের প্রতিটি প্রমাণ সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন। তবে প্রসিকিউশন পক্ষ থেকে এটি একটি বিদ্বেষমূলক অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়, যার ফলে জোসেফ জুবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।