টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে ৪৩ জন আটক, উদ্ধার অস্ত্র ও মাদক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে ৪৩ জন আটক, উদ্ধার অস্ত্র ও মাদক।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার বস্তিতে আজ রাতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালায় যৌথবাহিনী, যার মধ্যে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব এবং পুলিশ ছিল। অভিযানে ৪৩ জন আটক করা হয়। এসময় প্রায় ৪০ হাজার টাকা, দুটি ছোরা, দুটি চাকু, একটি স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, একটি রাউটার, চারটি হার্ড ডিস্ক, চারটি বাটন মোবাইল এবং বাংলা মদ উদ্ধার করা হয়। আটককৃতদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়, যেখানে বিভিন্ন অপরাধী এবং মাদক ব্যবসায়ী সক্রিয় ছিল।