ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, এতে ৫১৮ জন উত্তীর্ণ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, এতে ৫১৮ জন উত্তীর্ণ হয়েছেন।

দেশের ৯টি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৫১৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ, ২ মার্চ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, বিডিএস ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজাতীয় কোটার শিক্ষার্থীদের কোটার প্রমাণপত্র যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বরাদ্দ ২৭টি আসনের ফল পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত থাকবে।

ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ৬ থেকে ৯ মার্চের মধ্যে টেলিটক এসএমএসের মাধ্যমে ১০০০ টাকা ফি জমা দিয়ে করা যাবে। পুনঃনিরীক্ষণের ফল আবেদনকারীদের যথাসময়ে জানানো হবে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।