‘গোপন বিয়ের ছবি প্রকাশ করলেন হিল্লোল।

১২ বছর আগে গোপনে বিয়ে করেন জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। বিয়ের পর তাঁরা সংসার শুরু করলেও প্রথমে বিয়ের বিষয়টি স্বীকার করেননি। পরবর্তীতে বিয়ের কথা প্রকাশ করলেও বিয়ের দিনের ছবি গণমাধ্যমে প্রকাশ করেননি। বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। গত ১ মার্চ তাঁদের বিয়ের বার্ষিকী উপলক্ষে হিল্লোল তাঁদের বিয়ের দিনের অপ্রকাশিত ছবি প্রকাশ করেন। এই ছবি প্রকাশের পর তাঁদের ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।
বিয়ের এক যুগ পূর্তিতে হিল্লোল তার ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, “মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কখনো শেয়ার করা হয়নি। সত্যি বলতে, ১২ বছর কিভাবে চলে গেল, বুঝতে পারিনি। সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সবসময় আমার পাশে থেকো।”
একই দিনে নওশীনও একটি পুরনো ছবি পোস্ট করে বিয়ের শুভেচ্ছা জানান এবং লিখেছেন, “আমাদের যতই ছবি থাকুক, এই ছবিটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা, আমার স্বামী। তুমি আবারও প্রমাণ করালে যে আমি সঠিক ছিলাম। তোমার অসাধারণ ব্যক্তিত্বের জন্য আমি কৃতজ্ঞ।”
এছাড়াও, ২০১৩ সালের ১ মার্চ তাদের বিয়েটি সম্পন্ন হয়েছিল এবং তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে সুখী জীবনযাপন করছেন। ১৩ জুলাই তাঁদের প্রথম সন্তান মাহভিশা জন্মগ্রহণ করে।
আপনার মতামত লিখুন