ত্বকী হত্যার বিচার শুরুর দাবি নিয়ে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছেন।

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার শুরুর দাবিতে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছেন। তারা দ্রুত অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন। রোববার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে ত্বকীকে হত্যা করা হয় এবং ১২ বছর পার হলেও এখনও অভিযোগপত্র জমা দেয়ার মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এ বিষয়ে পূর্বে অনেকবার বিবৃতি ও সংবাদ সম্মেলন করা হলেও বিগত সরকারের সময় বিচার প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল। তবে গত আগস্টে কিছু অপরাধী গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তি দেয়ার পর মামলায় গতি আসে, কিন্তু বর্তমানে আবারও বিচার প্রক্রিয়ায় স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন ভাষাসংগ্রামী লেখক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মানবাধিকারকর্মী বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদীন মালিক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, আলোকচিত্রী শহিদুল আলম, লেখক মালেকা বেগম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তারা সকলেই ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।
2013 সালের 6 মার্চ ত্বকী নিখোঁজ হয়ে 8 মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ২০১৪ সালে তদন্তে জানা যায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাকে হত্যা করা হয়, তবে অভিযোগপত্র এখনও আদালতে জমা হয়নি।
আপনার মতামত লিখুন