লোডশেডিং এড়াতে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতার আহ্বান জ্বালানি উপদেষ্টার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সবার সচেতনতা প্রয়োজন। রোববার (২ মার্চ) বাদ আসর রাজধানীর কাকরাইল সার্কিট হাউজ মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানো উচিত। অতিরিক্ত বিদ্যুৎ খরচ হলে লোডশেডিং বাড়তে পারে। মসজিদ ছাড়াও বাসা-বাড়ি, দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অপ্রয়োজনীয় ফ্যান-লাইট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।
জ্বালানি সংকটের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে গ্যাস ফুরিয়ে যাচ্ছে, চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করছে। রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত এক কার্গোসহ মোট চার কার্গো জ্বালানি আমদানি করা হচ্ছে। শীতকালে বিদ্যুতের চাহিদা ৯-১০ হাজার মেগাওয়াট থাকলেও গরমে তা বেড়ে ১৭-১৮ হাজার মেগাওয়াটে দাঁড়ায়। সেচের জন্য দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, যা বন্ধ করা সম্ভব নয়। তবে শীতাতপ নিয়ন্ত্রণ ও অতিরিক্ত আলোকসজ্জায় পাঁচ-ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হয়।
তিনি বলেন, মালয়েশিয়ায় বিদ্যুতের ঘাটতি না থাকলেও তারা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে সেট করেছে। জনগণ সচেতন হলে এবং বিদ্যুতের অপচয় কমালে রমজানে লোডশেডিং হবে না। অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন