বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজধানী ঢাকার কারওয়ান বাজার, চট্টগ্রামের পতেঙ্গা ও দেশের অন্যান্য স্থানে পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে তারা এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, কিছু উচ্ছৃঙ্খল, সমাজবিরোধী ও আইন ভঙ্গকারী মানুষের কারণে পুলিশ সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটেছে, যা পুলিশ বাহিনীকে মর্মাহত, উদ্বিগ্ন ও হতাশ করেছে।

এছাড়া, পুলিশ বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা, অপরাধ দমন ও চিহ্নিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ একটি সেবামূলক প্রতিষ্ঠান, যার ইতিহাস জনগণের সঙ্গে একাত্ম হয়ে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণের। তবে, গত জুলাই-আগস্টে কিছু উচ্ছৃঙ্খল, ক্ষমতালিপ্সু এবং অপেশাদার পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন পুলিশ বাহিনী নতুন উদ্দীপনা, চেতনা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে।