পাঁচবিবিতে ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
পাঁচবিবিতে ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে তিনি ইফতার করতে বাড়ি ফেরার পথে ফিচকারঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।