মনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ ও ইউএনওর অপসারণের দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
মনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ ও ইউএনওর অপসারণের দাবি জানানো হয়েছে।

যশোরের মনিরামপুর পৌরসভায় টিসিবির পণ্যের জন্য বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেছেন। আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন এবং পৌরসভার প্রশাসক ও ইউএনও নিশাত তামান্নার অপসারণ দাবি করেন। বিক্ষোভের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও সহকারী কমিশনার ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ইউএনও জানান, স্মার্ট ফ্যামিলি কার্ডের বিতরণে সমস্যা থাকায় পণ্য বিতরণ স্থগিত রাখা হয়েছে। ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা পরবর্তী সময়ে পণ্য বিতরণের কাজ সম্পন্ন করবেন।