হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, সুস্থতা কামনা জামায়াত আমিরের
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া করেন।
জানা গেছে, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে এক বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মির্জা ফখরুল। সেখানে অতিরিক্ত ধুলোবালির কারণে তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মতামত লিখুন