জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।
রোববার (২ মার্চ) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করাতে হবে। যদি কোনো ভর্তিচ্ছুর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে, তবে তাকে ভর্তির জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
এছাড়া ভর্তি কার্যক্রম নিয়ে আলী রেজা জানান, আগামী ১৩ মার্চ থেকে অনলাইনে পছন্দের বিভাগ বাছাই প্রক্রিয়া শুরু হতে পারে, যা বাস্তবায়নের জন্য কাজ চলছে। পাশাপাশি, এপ্রিলের মাঝামাঝিতে ভর্তি কার্যক্রম শুরুর সম্ভাবনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ১,৮১৪টি আসনের বিপরীতে ২,৬২,৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন