সারাদেশে তাপমাত্রা কমার পূর্বাভাস, ৫ দিনের মধ্যে আবার বাড়তে পারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। সোমবার (৩ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই ধরনের আবহাওয়া মঙ্গলবার এবং বুধবারও বজায় থাকবে বলে জানানো হয়েছে।
তবে, আগামী পাঁচ দিনের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার মতামত লিখুন