প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে সোমবার (৩ মার্চ) সৌদি আরব গেছেন। তার সঙ্গে রয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত।

প্রেসিডেন্টের দপ্তর এক্স-পোস্টে জানিয়েছে, আউন রিয়াদের উদ্দেশে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তিনি সৌদি আরবকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছেন, লেবাননের সঙ্গে দেশটির ‘ঐতিহাসিক সংযোগ’ রয়েছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে সৌদির ভূমিকা রয়েছে।

সৌদি সংবাদপত্র আশারক আল-আওসাত-কে দেওয়া এক সাক্ষাৎকারে আউন বলেছেন, “আমি আশা করি, সৌদি আরব উভয় দেশের স্বার্থে সম্পর্ক পুনঃস্থাপন এবং সাম্প্রতিক বাধাগুলো কাটিয়ে উঠতে আমাদের সহায়তা করবে।” তিনি আরও বলেন, লেবানন সৌদির ভিশন ২০৩০-এর সঙ্গে যুক্ত হতে পারে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সহায়ক হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর আউন লেবাননে নতুন যুগের সূচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।