গাজার রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত ২, আহত ৩

ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় গাজার দক্ষিণাঞ্চলে দুই ফিলিস্তিনি নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাফাহ শহরে ড্রোন হামলায় দু’জন নিহত হন। এছাড়া খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন করে ইসরায়েল এই হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরপরই ইসরায়েল গাজাজুড়ে হামলা বাড়িয়েছে। গতকাল (২ মার্চ) একই ধরনের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানানোর পর, গাজায় মানবিক ত্রাণ প্রবেশও স্থগিত করেছে ইসরায়েলি সরকার।
উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।
আপনার মতামত লিখুন