পুরান ঢাকায় যুবদল নেতার নেতৃত্বে জবি শিক্ষার্থীদের ওপর হামলা

রাজধানীর পুরান ঢাকায় যুবদল নেতা ও নবাবপুর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (৩ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটের দিকে ধোলাইখাল এলাকায় কথাকাটাকাটির জেরে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, জবি শিক্ষার্থী সম্রাট ভুলক্রমে নির্মাণাধীন একটি ঢালাইয়ের ওপর পা দিলে স্থানীয় কয়েকজন তাকে ধাক্কা দেন। তিনি প্রতিহত করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে মারধর শুরু করেন। পরে সম্রাট তার সহপাঠীদের ডেকে আনেন, কিন্তু ঘটনাস্থলে আসা দুই শিক্ষার্থীকেও মারধর করা হয় এবং তাদের আটক রাখা হয়।
এরপর আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহত শিক্ষার্থী মামুন জানান, যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ব্যক্তি প্রায় ২০ মিনিট ধরে তাদের লাঠি দিয়ে মারধর করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই বংশাল, ওয়ারী ও সূত্রাপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফোর্স পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুরান ঢাকার নবাবপুর এলাকায় একটি ক্লাব ভাঙচুর করে। রাত ১টার দিকে ওয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। হামলার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যুবদল নেতা শহিদুল ইসলামের বাড়ি ঘিরে ফেলে, যেখানে পরে র্যাব ও পুলিশ উপস্থিত হয়।
আপনার মতামত লিখুন