ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগপত্র জারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগপত্র জারি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের রায়ের পরপরই মন্ত্রণালয় এক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এই নির্দেশ দেয়।

মঙ্গলবার (৪ মার্চ) নিয়োগপত্র জারি করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের ১২ মার্চের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন, তারা এই নিয়োগের আওতায় আসবেন।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণ করে ১৩ মার্চের মধ্যে জেলা পুলিশ সুপার (এসবি) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। একই দিনে তাদের পদায়ন আদেশও জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র জারি না হয় বা তিনি জেলা শিক্ষা অফিসে যোগদান করতে ব্যর্থ হন, তবে সংশ্লিষ্ট জেলা অফিস কারণসহ তালিকা তৈরি করে ২০ মার্চের মধ্যে অধিদপ্তরে পাঠাবে।