বিএসইসির প্রতি আস্থাহীনতা বাড়ার কারণ কী?

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্বের প্রতি আস্থা সংকট আবারও তৈরি হয়েছে। গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর পুনর্গঠিত কমিশনের ওপর আস্থা কমে যাওয়ার কারণে শেয়ারবাজারে স্থবিরতা দেখা দিয়েছে। বিএসইসির ওপর আস্থার ঘাটতি বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে, যার প্রভাব শেয়ারবাজারে প্রতিফলিত হচ্ছে। লংকাবাংলা সিকিউরিটিজের করা এক জরিপে ৪৯% অংশগ্রহণকারী বিএসইসির বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা না থাকার কথা জানিয়েছেন। তবে ৩৭% কিছুটা আস্থা রেখেছেন, এবং ৯% অত্যন্ত আস্থাশীল।
দীর্ঘদিন ধরে বাজার সংশ্লিষ্টদের মধ্যে বিএসইসির প্রতি নেতিবাচক ধারণা ছিল, বিশেষত ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর থেকে। নতুন কমিশনের অধীনে কিছু সিদ্ধান্ত সংশয় সৃষ্টি করেছে, এবং এর ফলে কমিশনকে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। কমিশনের বিরুদ্ধে আরও একটি অভিযোগ হল সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা এবং দক্ষতার অভাব। তবে, কারসাজি বিরোধী পদক্ষেপগুলো বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন।
বিএসইসি এখনও বাজারের সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের হতাশা বৃদ্ধি পাচ্ছে এবং শেয়ারবাজারের পরিস্থিতি আরও সংকটময় হচ্ছে।
আপনার মতামত লিখুন