ট্রাম্পের দ্বিতীয় ম্যান্ডেটে বাণিজ্যযুদ্ধ শুরু; কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:১৫ পূর্বাহ্ণ
ট্রাম্পের দ্বিতীয় ম্যান্ডেটে বাণিজ্যযুদ্ধ শুরু; কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ।

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ৪ মার্চ থেকে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হবে। এই ঘোষণা সঙ্গেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। মেক্সিকো ও কানাডার ওপর ২৫% শুল্ক আরোপ করা হয়েছে, আর চীনের ওপর ১০% শুল্ক। এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়তে পারে এবং মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা রয়েছে।

ট্রাম্প পূর্বে নির্বাচনকালীন প্রচারণায় এসব শুল্ক আরোপের কথা বলেছিলেন, এবং এবার তিনি তা বাস্তবায়ন করেছেন। তবে কানাডা ও মেক্সিকো তার পূর্ব ঘোষণা অনুযায়ী পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এরই মধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন, ১২ মার্চ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করা হবে, এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির জন্যও ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।