রাজধানীতে বিজিবির চেকপোস্ট, আইনশৃঙ্খলা রক্ষায় চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যক্রম শুরু করেছে।
সোমবার, ৩ মার্চ, রাত থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি, নগরীর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। ঢাকার প্রধান সড়ক ও আবাসিক এলাকায় বিজিবির টহল টিমকে তল্লাশি চালাতে দেখা গেছে। বিশেষ করে, ঘনবসতিপূর্ণ এলাকায় ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে যেকোনো নাশকতা প্রতিরোধের চেষ্টা চলছে।
বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের মতো রাজধানীতেও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের জানান, পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর সমন্বিত কাজের ফলে ছিনতাই, চুরি ও ডাকাতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।
নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে দ্রুতই রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে।
আপনার মতামত লিখুন