ভারতের কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পেয়েছে গুম তদন্ত কমিশন

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গত দুই-আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। মঙ্গলবার, ৪ মার্চ, গুম সংক্রান্ত কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। ভারত থেকে পাওয়া তালিকাটি পর্যালোচনা করা হচ্ছে, যাতে গুমের শিকার কোনো ব্যক্তির নাম রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
মইনুল ইসলাম আরও জানান, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে অনুসন্ধান চালানো হচ্ছে। বিশেষ করে গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমত উল্লাহ নামের এক গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নুর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজ নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
আপনার মতামত লিখুন