উত্তর কোরিয়া: মার্কিন উসকানির জবাব দেওয়া হবে, হুমকি কিম ইয়ো জংয়ের

মার্কিন উসকানির প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাব দেওয়া হবে। মঙ্গলবার (৪ মার্চ) জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্র সংঘাতের পরিস্থিতি তৈরি করছে এবং তারা ক্রমাগত উসকানি দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়া এই পরিস্থিতির জবাব দেবে।
গত রোববার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়, যা দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানানোর একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, রোববারই উত্তর কোরিয়া চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সংঘাতের রাস্তায় যাচ্ছে এবং দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন, তা গ্রহণ করবে।
তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে লক্ষ্য করে বলেন, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক এবং সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং আগের প্রশাসনের বিরুদ্ধাচরণের নীতি অনুসরণ করছে।
এছাড়া, বিশেষজ্ঞরা মনে করছেন, কিম এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছেন এবং আগের মতো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা নাও করতে পারেন।
আপনার মতামত লিখুন