ইসরায়েলি সেনাদের নতুন পদক্ষেপ: সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ছে

ইসরায়েলি সেনাদের একটি দল তাদের ভারী অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার কুনেইত্রা প্রদেশের মাশারা শহরে অবস্থান নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পার্সটুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার ও ড্রোনসহ ওই এলাকায় প্রবেশ করে মাশারা এবং আল-তাইহা শহরের মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে। অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দারা এবং কুনেইত্রা প্রদেশের সীমান্তবর্তী তাল আল-মাল এলাকাতেও পৌঁছে গেছে।
পার্সটুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এটি সিরিয়ার ভূখণ্ডের অনেক গভীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের প্রথম ঘটনা। বাশারের পতনের পর ইসরায়েলি বাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করে। বর্তমানে তারা দারা ও কুনেইত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে। এছাড়া, বাশারের পতনের পর সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।
আপনার মতামত লিখুন