যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তন: কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে পদক্ষেপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তন: কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার (৪ মার্চ) থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি, চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

হোয়াইট হাউজে সোমবার এক বক্তব্যে ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে চুক্তি করার সময় শেষ হয়ে গেছে। তিনি বলেন, এখন আর তাদের জন্য কোনো সুযোগ নেই এবং শুল্কের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ধারিত হয়ে গেছে। ট্রাম্প আরও জানান, যদি মেক্সিকো ও কানাডা নিজেদের গাড়ির কারখানা এবং অন্যান্য উৎপাদনমূলক কাজ যুক্তরাষ্ট্রে স্থাপন করে, তবে তাদের এই শুল্কের মুখোমুখি হতে হবে না।

এই ঘোষণার পর উত্তর আমেরিকায় একটি বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।

এদিকে, কানাডা ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। তারা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে। তবে, মেক্সিকো এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি।