সাবিলা নূরের লেখক হিসেবে আত্মপ্রকাশ: নতুন বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
সাবিলা নূরের লেখক হিসেবে আত্মপ্রকাশ: নতুন বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশ

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার লেখা নতুন বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশিত হয়েছে, যেখানে দশটি গল্প রয়েছে। বইটি সাবিলা নূর এবং সালাম রাসেল যৌথভাবে লিখেছেন। সাবিলা জানিয়েছেন, অভিনয় তার প্রথম প্রাধান্য, তবে লেখালেখি তার ছোটবেলা থেকেই প্রিয় একটি চর্চা। তিনি বই প্রকাশে নীরব ছিলেন কারণ তিনি “ঘটা করে প্রকাশ করার মতো তেমন লেখক নই”।

সাবিলা তার লেখালেখির যাত্রা শুরু করেছিলেন নোটবুক ও ডায়েরিতে, যা পরে নাটকেও পরিণত হয়। ২০২১ সালে তার লেখা ‘পারাপার’ নাটকটি নির্মিত হয়, এবং ২০২২ সালে তার লেখা ‘রিদিকার গল্পটি’ নাটকটি দর্শকদের মন জয় করেছিল।