সাকিব আল হাসানের বেতনের বাকি অংশ: বিসিবির সিদ্ধান্তে উন্নতি, তবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কারণে বিলম্ব
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি তাদের ১৮তম বোর্ড সভায় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সাকিব আল হাসানের চার মাসের পারিশ্রমিক এখনো বাকি রয়েছে। ২০২৪ সালে সাকিব সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন, তবে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তার বেতন জমা হয়নি, কারণ তার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা রয়েছে।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, সাকিবের ব্যাংক একাউন্ট জব্দ হওয়ায়, তার বেতন এখনো দেওয়া সম্ভব হয়নি। তবে বিসিবি নিশ্চিত করেছে যে, সাকিব চুক্তি অনুযায়ী তার বেতন পাবেন।
আপনার মতামত লিখুন