বিএনপির দুটি পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
বিএনপির দুটি পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিএনপি দুটি পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এই সংগঠন দুটি হলো অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনগুলোর নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

এ সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে, যার সভাপতি ছিলেন রিয়াজুল ইসলাম এবং মহাসচিব ছিলেন আলমগীর হাছিন আহমেদ। একইভাবে, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কমিটিও বিলুপ্ত করা হয়েছে, যার আহ্বায়ক ছিলেন রাশেদুল হাসান এবং সদস্যসচিব মোস্তাফিজুর রহমান।

এদিকে, পাবনা জেলার সুজানগর উপজেলার ইউএনও কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।