জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ।

রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ’৭১ এর গণহত্যা ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার দাবি করেছেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ভুলক্রমে একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের ওপর পা রাখায় স্থানীয়রা তাকে মারধর করেন। উদ্ধার করতে গেলে কয়েকজন অন্য শিক্ষার্থীও হামলার শিকার হন। হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদ।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। তাঁরা প্রশাসন থেকে সুষ্ঠু বিচার এবং নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন।
আপনার মতামত লিখুন