তাঁতী লীগ নেতাকে মুক্তি দেওয়ার খবরে থানায় শিবিরকর্মীরা বিক্ষোভ করেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে তাঁতী লীগ নেতাকে মুক্তি দেওয়ার খবর ছড়িয়ে পড়লে থানায় বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা। গতকাল সোমবার রাত পৌনে দুইটার দিকে সীতাকুণ্ড থানার ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া নেতা মেজবাহ উদ্দিন চৌধুরী, যিনি সীতাকুণ্ড পৌরসভা তাঁতী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে শিবির নেতা মো. শাহজাহান হত্যার আসামি।
সোমবার রাতে, ফেসবুকে ‘ভূঁইয়া পন্থিছিলা’ নামের আইডি থেকে লাইভে এই মিছিলের দৃশ্য দেখা যায়, যেখানে শিবিরের কর্মীরা স্লোগান দিয়ে থানার ভিতরে প্রবেশ করে মিছিল করেন। থানার ওসি মুজিবুর রহমান শিবির কর্মীদের জানান, মেজবাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি থানার হাজতে আছেন, এরপর মিছিল শেষ হয়।
শিবিরের নেতা মো. শওকত জানিয়েছেন, মেজবাহকে মুক্তি দেওয়ার খবর পেয়ে শিবির কর্মীরা থানায় জড়ো হয়েছিলেন, তবে প্রশাসন আসামিকে মুক্তি না দেওয়ার কথা জানালে তারা ফিরে আসেন। সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত মো. আলমগীর জানান, মেজবাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন