ইউরোপীয় প্রতিরক্ষা জোরদারে ৮৪২ বিলিয়ন ডলার সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব

ইউরোপের প্রতিরক্ষা জোরদার ও ইউক্রেনকে সহায়তা দিতে ৮৪২ বিলিয়ন ডলার সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন দের। মঙ্গলবার (৪ মার্চ) ইইউ জোটের ২৭ দেশের সরকার প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।
আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইইউ প্রেসিডেন্টের এ প্রস্তাব পাঁচটি ধাপে বাস্তবায়িত হবে। ইউক্রেন ও ইউরোপের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে ইইউ নেতারা শিগগিরই ব্রাসেলসে বৈঠকে বসবেন। উরসুলা ভন দের বলেন, “ইউরোপ বর্তমানে ভয়াবহ ঝুঁকিতে আছে। দীর্ঘদিন আমরা এমন পরিস্থিতি দেখিনি।”
ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার পর ইইউ নেতারা বাড়তি চাপে রয়েছেন। সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেন, “নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের ওপর নির্ভর করতে পারে না।”
ইইউ প্রেসিডেন্টের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য হবে মিসাইল, আকাশ প্রতিরক্ষা, ড্রোন, আর্টিলারি এবং অস্ত্র সক্ষমতা বৃদ্ধি করা। এ ছাড়া, ইইউ দেশগুলো সম্মিলিতভাবে ১৫৮ বিলিয়ন ডলার সরকারগুলোকে ধার দেবে, যাতে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আর্থিকভাবে দুর্বল দেশগুলো সহায়তা পায়।
বর্তমান পরিস্থিতিতে ইউরোপের উচিত নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করা উল্লেখ করে উরসুলা ভন দের বলেন, “আমরা ন্যাটোর সহযোগী দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করবো।”
উল্লেখ্য, ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর এই প্রস্তাব এমন এক সময় এসেছে, যখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের তীব্র মতবিরোধ চলছে। একই সঙ্গে, ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের জিডিপির ৫ শতাংশের বেশি সামরিক খাতে ব্যয়ের জন্য চাপ দিচ্ছেন।
অন্যদিকে, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে সদস্য দেশগুলোর উদ্দেশে বলেন, যত দ্রুত সম্ভব প্রতিটি দেশকে জিডিপির ৩ শতাংশের বেশি সামরিক খাতে ব্যয় করতে হবে।
আপনার মতামত লিখুন