ঢাকায় ৮ দিনব্যাপী সাঁড়াশি অভিযানে ২ হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
ঢাকায় ৮ দিনব্যাপী সাঁড়াশি অভিযানে ২ হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ৮ দিনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১ হাজার ৯৬৭ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযান ২৩ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ৩ মার্চ মধ্যরাত পর্যন্ত পরিচালিত হয়। ডিএমপির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) ১৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযানে মাদক, দেশীয় অস্ত্র, পাঁচটি মুঠোফোন ও ৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয় এবং ৭৮টি মামলা দায়ের করা হয়।

ডিএমপি আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০ থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি পুলিশ টহল দল দায়িত্ব পালন করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি তল্লাশি চৌকি বসানো হয়। র‍্যাবের ১০টি টহল দলও রাতে ডিএমপির সঙ্গে দায়িত্ব পালন করেছে।