বাসসের এমডিকে অপসারণের দাবিতে ডিইউজে সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
বাসসের এমডিকে অপসারণের দাবিতে ডিইউজে সমাবেশ করেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বিক্ষোভ সমাবেশ করেছে। তারা সতর্ক করেছে যে, যদি এমডি অপসারণ না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মাহবুব মোর্শেদের গত ছয় মাসের কার্যক্রম সরকারের জন্য সমস্যা সৃষ্টি করেছে। তারা এমডির অযোগ্যতা ও অরাজকতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম বলেছেন, আগামী ১৭ মার্চের মধ্যে এমডি অপসারণ না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।