জাতিসংঘ রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক কমানোর পরিকল্পনা করছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে খাবারের বরাদ্দ কমিয়ে ১২.৫ ডলার থেকে ৬ ডলারে নামানোর পরিকল্পনা করেছে। তহবিলের অভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে। ডব্লিউএফপি জানিয়েছে, তারা ৮১ মিলিয়ন ডলার সহায়তার জন্য দাতাদের কাছে আবেদন করেছে। এছাড়া, ইউএসএআইডির তহবিল বাতিলের ফলে রোহিঙ্গাদের সাহায্যে নেতিবাচক প্রভাব পড়েছে, কারণ এই তহবিলের ৮০% আসত যুক্তরাষ্ট্র থেকে।
আপনার মতামত লিখুন