নদী দখলকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য আইন সংশোধনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নদী দখল এবং দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য আইন সংশোধনের দাবি জানিয়েছে। বুধবার ঢাকায় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সংগঠনটি এই দাবি তুলে ধরে। এইচআরপিবির সভাপতি মনজিল মোরসেদ বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, নদী দখল ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান আইনে নেই, তাই গণপ্রতিনিধিত্ব আদেশে এই বিধান যুক্ত করার জন্য তারা আবেদন করেছেন। নির্বাচন কমিশন তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে এবং পরিবেশের জন্য এটি উপকারী হবে বলে মন্তব্য করেছে।
আপনার মতামত লিখুন