ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসর ঘোষণা

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলে যাবেন। ২০২২ সালে টি-২০ ক্রিকেট থেকেও অবসর নেন তিনি।
পোস্টে মুশফিক লিখেছেন, “আজ (বুধবার) আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সব কিছু জন্য। যদিও আমাদের অর্জন বৈশ্বিকভাবে সীমিত হতে পারে, তবে আমি নিশ্চিত, মাঠে যখনই আমার দেশের জন্য খেলেছি, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে সর্বোচ্চ দিয়ে খেলেছি।”
তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি, এটাই আমার ভাগ্য। আল্লাহ কুরআনে বলেছেন: ‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’ (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সঠিক ঈমান দান করুন।”
শেষে, মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।”
মুশফিক ২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হন এবং ১৯ বছরে ২৭৪টি ওয়ানডে ম্যাচে ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান করেছেন। এই সময়ে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন।
আপনার মতামত লিখুন